Career

                                  

Organization Profile

Story

It will be a great centre of Space science and universal acceptance. Our principal motive is to make the human beings aware of the Space science so that the superstitions about the Universe must be removed from the mind of the people through our Space program campaign. This campaign will have Been  continuing all through the year round. All the people will participate in this program. Have you ever thought that we i.e the people of the world  how much insignificant against the universe. Just imagine, we are the inhabitants of the Earth that is one of the planet in our solar system. As per research 300 billion solar systems exists just in our milky way galaxy ( our galaxy). Thus there are 300 billion galaxies in our universe. Some of the Space scientists also believe universe is infinite. Now imagine, we, the human beings are how much trifling. A sense of camaraderie of the people is destined to the destruction of our existence . We want to save our Earth through various program by penetrating the knowledge of universe in the mind of mankind. In this way   the SSRO is committed to gift a Peaceful World. 


Introduction:- 

SUSHMA SPACE RESEARCH ORGANIZATION (SSRO) is known as educational and research institute , is established, administered and run by the committee of SSRO  in 2021. SSRO serving the society in India irrespective of caste, creed, colour, religion, nationality gender, regional bias etc.  We have been working through its vast network of observations of the universe, astronomy, dispelling superstitions, and astrophysics. SSRO is regarded as one of the moulders of the beautiful world. 


Name:- Sushma Space Research Organization(SSRO)

Registered Contact Address:- Shubhangan Appartement, Noapara Road, PO- Noapara, PS-  Barasat, Dist.- North 24 Parganas, WB, India, Kolkata- 700125.

Head Quarter:- AK Plaza, Jessore Road, Champadali, Barasat, WB, India, Kolkata- 700124.

Telephone/Mobile Number:- 8670129166/9732773913

E-mail:- pkmotion@gmail.com

Website:- https://ssroindia.blogspot.com/

Year of Establishment:- 26th November, 2021.

Legal Status / Registration:- # Under registration of The Trust Act, 1882. 

                                                      Registration Number:-IV-1903-01120/2021                                               

                                                   # Under registration of NITI Aayog. Unique ID WB/2022/0307587

                                                  # PAN Number:- ABDTS3874L

Status of the Organization:- A rising level Non Government Organization with strong commitment to save our Earth through various programs by penetrating the knowledge of universe in the mind of mankind.

Goal:- 

The SSRO committee to gift a peaceful world to setup a space port within the next 10 years.


Nature of Activities:-

Multy dimensional  space related activities.


Objectives:-

1) Applications on the base of Space for social development.

2) Research in Space Science

3) Research and development in planetary exploration.

4) Space Introductory Program for Ongoing Students

5) Live telecast of special cosmic moment

6) Finding students for future astronomers

7) Space related library where any eager one can access knowledge about Space

8) Space awareness programs for removing Space related superstitions.





নতুন অবিস্কারকদের জন্য  (For uncertified scientist)

ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা প্রান্তে বহু প্রতিভা লুকিয়ে আছে যেটা আমরা কল্পনাও করতে পারি না। তার মধ্যে এমন কিছু প্রতিভাবান ব্যক্তি আছেন যারা সফলতা পেলে পুরো দুনিয়াটাই পাল্টে ফেলতে পারেন। কিন্তু দেখা যায় প্রায় অধিকাংশ প্রতিভাই সুপ্ত অবস্থায় থেকে যায় বা অকালে ঝরে পড়ে। কোনদিনও তারা তাদের প্রতিভাকে কাজে লাগাতে পারে না বা জনসম্মুখে প্রকাশ করতে পারেনা। ধীরে ধীরে সমাজের বা পরিবারের দায়বদ্ধতার খাতিরে মাথা থেকে তাদের উন্নত চিন্তা ধারাকে অবহেলা করতে থাকে এবং একসময় তা বিলীন হয়ে যায়। বহু কারণে প্রতিভাবান ব্যক্তিরা তাদের চিন্তাভাবনা বা তাদের অবিস্কারকে কখনও বাস্তবে ফল দিতে পারেনা। কারণগুলো নিম্নরূপ :-

) অর্থনৈতিক অসচ্ছলতা

) প্রয়োজনীয় সার্টিফিকেট না থাকা

) সঠিক অভিভাবকত্বের অভাব

) সঠিক যোগাযোগের অভাব

) ধাপে ধাপে এগোনোর কার্যপ্রণালী না বোঝা

) সমাজের চোখ রাঙানো

) সুপরিকল্পিত সিদ্ধান্তের অভাব

) তথাকথিত সমাজ বা পরিবারের দায়বদ্ধতা

) সরকারের উদাসীনতা

১০) উৎসাহদাতার অভাব



এই সকল প্রতিভাবানদের জন্য আমাদের করণীয় কি

প্রথমেই বলে রাখি আমাদের সংস্থার নাম 'সুষমা মহাকাশ গবেষণা সংস্থা' যেখানে জনগণের মঙ্গলের জন্য বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক গবেষণা মূলক কাজ হয়ে থাকে। আমরা শুধুমাত্র তাদেরকেই প্রাধান্য দিই যারা কোনো কিছু আবিষ্কার করেছেন বা আবিষ্কার করার জন্য চেষ্টা করছেন। কিন্তু উপরিউক্ত কারণবশত সফল হতে পারছেন না। আমরা তাদেরকে নিম্নলিখিত পদ্ধতিতে সাহায্য করব যাতে করে তারা তাদের আবিষ্কার টিকে সফল রূপদান করতে পারে এবং নিজে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। 


) ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের আবিষ্কার বা চিন্তাভাবনা গুলোকে যাচাই করা হবে

) যদি মনে হয় সে নিজের জায়গা যথেষ্ট যোগ্য ব্যক্তি তাহলে তাকে প্রথমে আমাদের সংস্থার মেম্বারশিপ দেওয়া হবে। মেম্বারশিপ নেয়ার জন্য তাকে আমাদের সংস্থাকে 2700 টাকা অনুদান দিতে হবে

) আমরা কোন সার্টিফিকেটের ধারধারিনা। তার যোগ্যতাই হলো তার সার্টিফিকেট

) তারপর কিছুদিনের জন্য তার কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে যাতে করে সে মসৃণভাবে এগিয়ে যেতে পারে

) এরপর তাঁর আবিষ্কারটিকে পেটেন্ট করানোর ব্যবস্থা করা হবে

) ওই ব্যক্তি যাতে সরকারি স্বীকৃতি পায় তার ব্যবস্থা করা হবে

) সর্বোপরি তাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সঠিক অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করব


আমাদের ঠিকানা :--

A K Plaza, 3rd Floor, Champadali,    Barasat, Kolkata 700124. Opposite of Palash Hotel

Mob 8670129166


 Back to Home

Go to  Our Activities

Go to Research Gate

Go to About us

Go to Vision & Mission


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চন্দ্রযান -৩ এখন কোথায় আছে ? দেখুন লাইভ লোকেশান।

অবশেষে প্লুটোর সবচেয়ে বড় চাঁদ ক্যারন এর রহস্য ভেদ হল

ISRO এর অতিত জানলে আপনি অবাক হয়ে যাবেন। জানুন ISRO এর পুরো ইতিহাস। ভিডিও সহ