পোস্টগুলি

আগস্ট ৫, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চন্দ্রযান ৩ আজ সন্ধ্যাতেই চাঁদের কক্ষপথে প্রবেশ করবে

ছবি
      চন্দ্রযান ৩ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে চাঁদের মধ্যাকর্ষণ বলের মধ্যে। তাঁর যাত্রাপথের প্রায় ৭০ শতাংশ পাড়ি দিয়ে ফেলেছে ISRO এর তৈরি এই অত্যাধুনিক মহাকাশযান। ১৪ জুলাই যাত্রা শুরু হওয়ার পর আজ কেটে গিয়েছে ২৩ দিন। এখন শুধু অপেক্ষা চাঁদের কক্ষপথে প্রবেশ করার। শুক্রবার ISRO (ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা) জানিয়েছে চন্দ্রযান ৩ এর লুনার অরবিট ইনজেকশন শনিবার সন্ধ্যা ৭ টায় নির্ধারণ করা হয়েছে। এরপর চাঁদের কক্ষপথে প্রবেশ ঘটবে চন্দ্রযান ৩-এর। এ ব্যাপারে ১০০% আশাবাদি ISRO-এর বৈজ্ঞানিকরা। মঙ্গলবার মধ্যরাতে একটি সফল পেরিজি বার্নে ইসরো তার চন্দ্রযান ৩-কে চাঁদের মহাকর্ষীয় প্রভাবের মধ্যে সফলভাবে উন্নীত করে। পৃথিবীর নিকটতম ২৮৮ কিলোমিটার এবং দূরবর্তী ৩,৬৯,৩২৮ কিলোমিটার কতক্ষপথে ক্রুজ করে। এবার সেখান থেকে চন্দ্রযান প্রবেশ করবে চাঁদের কক্ষপথে। চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর থেকেই ধীরে ধীরে গতিবেগ কমাতে শুরু করবে চন্দ্রযান-৩। চাঁদের চারপাশে ৫-৬টি কক্ষপথ সম্পূর্ণ করে তা অবতরণ করবে। চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডারটি চাঁদে নামার পর তা থেকে রোভার প্রজ্ঞান নেমে আসবে, তা চাঁদের মাটিতে চষে বেড়িয়ে তথ্য সংগ্রহ করবে