চন্দ্রযান ৩ আজ সন্ধ্যাতেই চাঁদের কক্ষপথে প্রবেশ করবে

 


    চন্দ্রযান ৩ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে চাঁদের মধ্যাকর্ষণ বলের মধ্যে। তাঁর যাত্রাপথের প্রায় ৭০ শতাংশ পাড়ি দিয়ে ফেলেছে ISRO এর তৈরি এই অত্যাধুনিক মহাকাশযান। ১৪ জুলাই যাত্রা শুরু হওয়ার পর আজ কেটে গিয়েছে ২৩ দিন। এখন শুধু অপেক্ষা চাঁদের কক্ষপথে প্রবেশ করার। শুক্রবার ISRO (ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা) জানিয়েছে চন্দ্রযান ৩ এর লুনার অরবিট ইনজেকশন শনিবার সন্ধ্যা ৭ টায় নির্ধারণ করা হয়েছে। এরপর চাঁদের কক্ষপথে প্রবেশ ঘটবে চন্দ্রযান ৩-এর। এ ব্যাপারে ১০০% আশাবাদি ISRO-এর বৈজ্ঞানিকরা।

মঙ্গলবার মধ্যরাতে একটি সফল পেরিজি বার্নে ইসরো তার চন্দ্রযান ৩-কে চাঁদের মহাকর্ষীয় প্রভাবের মধ্যে সফলভাবে উন্নীত করে। পৃথিবীর নিকটতম ২৮৮ কিলোমিটার এবং দূরবর্তী ৩,৬৯,৩২৮ কিলোমিটার কতক্ষপথে ক্রুজ করে। এবার সেখান থেকে চন্দ্রযান প্রবেশ করবে চাঁদের কক্ষপথে।

চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর থেকেই ধীরে ধীরে গতিবেগ কমাতে শুরু করবে চন্দ্রযান-৩। চাঁদের চারপাশে ৫-৬টি কক্ষপথ সম্পূর্ণ করে তা অবতরণ করবে। চন্দ্রযান ৩-এর বিক্রম ল্যান্ডারটি চাঁদে নামার পর তা থেকে রোভার প্রজ্ঞান নেমে আসবে, তা চাঁদের মাটিতে চষে বেড়িয়ে তথ্য সংগ্রহ করবে।

চাঁদের কক্ষপথে প্রবেশের ১৮ দিনের মাথাতেই ইসরোর চন্দ্রযান ৩ নেমে পড়বে চন্দ্রপৃষ্ঠে। তারপরই তৈরি হবে নতুন ইতিহাস। ভারতই প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে। এর তিনটি দেশ চাঁদের মাটিতে পা রাখলেও তারা কেউই দক্ষিণ মেরুতে নামতে পারেনি। ভারত সেই অসাধ্য সাধন করতে চলেছে বলে স্থির বিশ্বাস ইসরোর।

ইসরো জানিয়েছে, ৫ অগাস্ট শনিবার চাঁদের কক্ষপথে প্রবেশের পর চাঁদে নামার কাউন্টডাউন শুরু হবে। চাঁদ থেকে যখন ১০০ কিলোমিটার দূরে থাকবে চন্দ্রযান-৩, তখনই প্রপালশন মডিউলের ইঞ্জিনটি বন্ধ হয়ে যাবে। তারপরই ধীরে ধীরে চাঁদের বুকে নামতে থাকবে চন্দ্রযান।

চন্দ্রযান ২-এর অর্ধেক সফলতার পর সমস্ত ভারতবাসীর এখন একটায় প্রার্থনা “ চন্দ্রযান ৩ যেন সম্পূর্ণ সফলতা অর্জন করে” ।

দেখুন লাইভ লোকেশান 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চন্দ্রযান -৩ এখন কোথায় আছে ? দেখুন লাইভ লোকেশান।

অবশেষে প্লুটোর সবচেয়ে বড় চাঁদ ক্যারন এর রহস্য ভেদ হল

ISRO এর অতিত জানলে আপনি অবাক হয়ে যাবেন। জানুন ISRO এর পুরো ইতিহাস। ভিডিও সহ